১৭ এপ্রিল, ২০২১ ১১:৩৪

বরগুনায় নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। সিভিল অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১৫৫ জন। সুস্থ হয়েছেন ১০৩২ জন। মারা গেছেন ২৫ জন। আজ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০,৮১৭ জনের। 

নতুন আক্রান্ত ১০ জনের মধ্য ৬ জন তালতলী উপজেলায়। এদের মধ্য তালতলীতে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ জন শ্রমিক রয়েছেন। 

বৃহস্পতিবার পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন, প্রথম ডোজ ২২,৫৩১ জন। এদের মধ্য পুরুষ ১৪,২৫৮ মহিলা ৮,২৭৩। দ্বিতীয় ডোজ নিয়েছেন পুরুষ ২৬৩২ মহিলা ১১৩২ জন।

লকডাউনের কারণে সাধারণ পরিবহন ব্যবস্থায় কড়াকড়ি থাকায় নিবন্ধনকারীরা অনেকে ভ্যাকসিন নিতে কেন্দ্রে আসছেন না বলে জানা গেছে। 

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা কর্মীদের মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছি। লকডাউন শিথিল হলে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারণা এবং টিকা কেন্দ্রে আসার বিষয় উদ্যোগ নেয়া হবে বলে জানান সিভিল সার্জন। 

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর