২১ এপ্রিল, ২০২১ ১৬:২৫

ভারতে হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্ক লিক, মৃত্যু ২২

কলকাতা প্রতিনিধি

ভারতে হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্ক লিক, মৃত্যু ২২

ভারত মহারাষ্ট্রের নাসিকের ড.জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জন করোনা রোগীর। তবে ঠিক কি কারণে অক্সিজেন ট্যাঙ্কটি লিক হয়েছে তা এখনও জানা যায়নি।
 
আজ বুধবার সকালে ওই হাসপাতালের অক্সিজেন সরবরাকারী একটি ট্যাঙ্কে গ্যাস ভর্তি করার সময় লিক হয়ে চারিদিকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। ফলে মেরামতের জন্য সাময়িক ভাবে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই নিবিড় পরিচর্চা কেন্দ্রে থাকা ২২ রোগীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় হাসপাতালটিতে ১৭১ জন রোগী ভর্তি ছিলেন। অক্সিজেন লিক হওয়ার কারণে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কৈলাশ যাদব জানান, ‘লিকের কারণে অক্সিজেন সরবরাহ ৩০ মিনিট বন্ধ করে রাখা হয়, ফলে হাসপাতালের ভেন্টিলেটরে থাকা ২২ জন রোগী প্রাণ হারান। অক্সিজেন ট্যাঙ্কারটিতে ভাল্ব লিকেজের কারণে গ্যাস বেরোচ্ছিল। ফলে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে।’ 

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস বলেন, ‘নাসিকে যা ঘটেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।’

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির / এ মজুমদার

সর্বশেষ খবর