ভারতজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এসবের মাঝেই অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে ২২ জন কোভিড রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রোগীর সবাই ভেন্টিলেশনে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেন না পেয়ে তাদের মৃত্যু হয়েছে।
বুধবার রাজ্যের নাসিক শহরের জাকির হোসেন হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতদের পরিবারের দাবি, অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। তার ফলে মৃত্যু হয়েছে।
তবে বিষয়টি সরাসরি স্বীকার না করলেও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী জানিয়েছেন, একটি অক্সিজেনের ট্যাঙ্কে লিকের সঙ্গে মৃত্যুর যোগ থাকতে পারে। ঘটনায় ইতোমধ্যে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বুধবার নাসিকে জাকির হোসেন হাসপাতালের ট্যাঙ্কারে অক্সিজেনের ভরার সময় একটি ট্যাঙ্কে লিক ধরা পড়ে। সেই অক্সিজেনের লিকের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে চারিদিকে সাদা ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ