কবি জয় গোস্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার সন্ধ্যায় তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়।
রবিবার সকালে জ্বর আসে কবি জয় গোস্বামীর। এর পর বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৬ বছর বয়সী এই সাহিত্যিককে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল পরে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কবির স্ত্রী কাবেরী গোস্বামীকেও একইসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী সংবাদমাধ্যমকে বলেন, বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করা হয়। ফলাফল আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন