১৮ জুন, ২০২১ ২২:২৪

ভারতে নদীর পানিতে ও পুকুরে মিলল করোনার অস্তিত্ব!

অনলাইন ডেস্ক

ভারতে নদীর পানিতে ও পুকুরে মিলল করোনার অস্তিত্ব!

প্রতীকী ছবি

ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সাবরমতীর পানিতে পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব। 

ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান আইআইটি নদী পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এ ফলাফল পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত বিপজ্জনক ভয় বলেই মনে করা হচ্ছে।

আইআইটি গান্ধীনগরের বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞগণ জানিয়েছেন, গত বছরের ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে নদীর পানি নমুনা নিয়ে আসা হত। সাবরমতী নদীর মোট ৬৯৫টি নমুনা পরীক্ষা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তারা।

শুধু সাবরমতি নদীই নয়, আহমেদাবাদের দু'টি বড় পুকুর কাঁকরিয়া ও চান্দোলার পানিতেও মিলেছে করোনাভাইরাস। কাঁকরিয়া পুকুরের ৫৪৯টি নমুনা ও চান্দোলার ৪০২টি নমুনা পরীক্ষা করানোর পর এই প্রমাণ মিলেছে।

এর আগে দেশটির উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে বহু কোভিড রোগীর দেহ ভাসতে দেখা গিয়েছিল। যা নিয়ে দেশজুড়ে একটা আতঙ্ক তৈরি হয়। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে নদীর পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে। সেই আশঙ্কাকে সত্যি করেই এবার সাবরমতী নদীর পানিতে মিলল করোনাভাইরাস।

সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়া টুডে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর