১৯ জুন, ২০২১ ২০:০৫

নাটোরে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

নাটোরে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কর্মসূচি শনিবার সকাল থেকে শুরু হয়েছে

নাটোরে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কর্মসূচি শনিবার সকাল থেকে শুরু হয়েছে। সকালে নাটোর সদর হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়। সিনোফার্মের টিকা প্রথম ডোজ গ্রহণের ২৮দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

গণটিকার দ্বিতীয় পযার্য়ে সকালে সদর হাসপাতালের ভেকসিনেশন কক্ষে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। প্রথম দিনে নাটোর সদর হাসপাতালে ৬০ জন ব্যক্তিকে এই টিকা প্রয়োগ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের নির্দেশনায় ১০ ধরনের মানুষকে চীনের টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, টিকাকেন্দ্রে ইতোমধ্যে নিবন্ধন করা ব্যক্তিরা, যারা এখনো কোনো টিকা পাননি, তারা চীনের টিকা পাবেন। টিকা না পাওয়া সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীরা এই টিকা পাবেন। প্রাথমিকভাবে নাটোর জেলায় তিন হাজার করে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা এসেছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর