২৩ জুলাই, ২০২১ ১৭:৫৭

রাজধানীর তিন হাসপাতালের ৯৭ ভাগ রোগী করোনার টিকা নেননি

অনলাইন ডেস্ক

রাজধানীর তিন হাসপাতালের ৯৭ ভাগ রোগী করোনার টিকা নেননি

প্রতীকী ছবি

রাজধানীতে সরকারি মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার খুরশীদ আলম। 

শুক্রবার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি হাসপাতাল তিনটি পরিদর্শন করার সময় জেনেছি- রোগীদের শতকরা ৯৭ ভাগ করোনার টিকাগ্রহণ করেননি। তাদের অধিকাংশের বয়স ৫০ বছরের বেশি। টিকা না নেওয়ার ব্যাপারে রোগীদের স্বজনরা জানিয়েছেন- কেউ টিকা নিতে ভয় পেয়েছেন, আবার কেউ অবহলো করে টিকা নেননি। এমনকি কেউ কেউ শুরুতে চিকিৎসাও নেননি।’

তিনি আরও বলেন, ‘টিকা নিয়েছেন এমন কিছু লোকের সঙ্গে আমরা কথা বললাম। তারা জানিয়েছেন অন্যান্য করোনা রোগী থেকে তারা একটু বেশি সুস্থ রয়েছেন। এমনকি তাদের উপসর্গও অনেকটা কম।’

করোনা প্রতিরোধে টিকা বড় ভূমিকা পালন করছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘সবাইকে করোনার টিকা দেয়া উচিত। এমনকি অনেক নার্স এখনো টিকা দেয়নি। এই হাসপাতালে অনেক স্বাস্থ্যকর্মী এখনো টিকা দেয়নি।

‘সবাইকে বলব, সবাই এখন টিকা দিবেন। টিকা দিলে সবার জন্য ভালো হবে। টিকা নেয়ার পরও অনেকেই আক্রান্ত হবে। তবে তাদের ঝুঁকি অনেক কম থাকে। অনেকের হাসপাতালে ভর্তি হতে হয় না টিকা দিলে।’

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি সংকটাপন্ন রোগীদের ৯৭ শতাংশ ঢাকার বাইরের। করোনা রোগীর চাপ সামাল দিতে আমাদের প্রস্তুতি রয়েছে। ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গ্রাম পর্যায়ে টিকা প্রয়োগ নিয়ে ভাবা হচ্ছে। গ্রামের মানুষদের অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই করোনা টিকা দেয়া যায় কি না এ বিষয়ে সরকার পরিকল্পনা করছে। যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড দেখেই টিকা নেওয়া সম্ভব হবে, নিবন্ধনের প্রয়োজন হবে না।’

খুরশীদ আলম বলেন, ‘হাসপাতালে ভর্তি অনেক রোগী টিকা নিতে চাইছেন না। এমনকি অনেক নার্স ও স্বাস্থ্যসেবী এখনো টিকা নেননি। এটা খুবই দুঃখজনক। যারা টিকা নিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম।’

করোনার টিকা নেওয়ার বয়সসীমা সর্বনিম্ন ১৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

সর্বশেষ খবর