নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ। জেলায় এখন পর্যন্ত নিয়ে মোট শনাক্ত হলো ১৮ হাজার ২০০ জন।
এসময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। নতুন করে ৪৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। সুস্থতার হার ৭১ দশমিক ১০ শতাংশ।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য জানান। তিনি বলেন, গত ৩ আগস্ট জেলায় সর্বোচ্চ ২৯৩ জনের শনাক্তের রেকর্ড হয়। গত ২৪ ঘণ্টায় তা ছাড়িয়ে গেল। জেলায় এখন শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ।
তিনি আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরে ১০৫ জন, সুবর্ণচরে সাতজন, বেগমগঞ্জে ৩২ জন, সোনাইমুড়িতে ৬৯ জন, চাটখিলে একজন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন এবং কবিরহাটের ১৯ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত