শিরোনাম
১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৫

কাতারে বুস্টার ডোজ দেওয়া শুরু

আমিন ব্যাপারী, কাতার

কাতারে বুস্টার ডোজ দেওয়া শুরু

প্রাথমিকভাবে যাদের বয়স ৬৫ বছরের বেশি বা যারা দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত, তারা এই বুস্টার ডোজের আওতাধীন

স্থানীয় কাতারি নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো কাতারে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ। বুধবার এই কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে যাদের বয়স ৬৫ বছরের বেশি বা যারা দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত, তারা এই বুস্টার ডোজের আওতাধীন। 

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা প্রদান বিভাগের প্রধান কর্মকর্তা ডা. সোহা কাতার টিভিকে জানান, প্রথম এবং দ্বিতীয় ডোজের মতো এই তৃতীয় ডোজেও কোনো জটিল পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 

তবে বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা প্রদান করা হবে। শুরুতেই তৃতীয় ডোজের প্রথম টিকা পেয়েছেন কাতারের প্রবীণ নাগরিক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ড. আব্দুল্লাহ আল কুবাইসি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর