১ ডিসেম্বর, ২০২১ ১২:৫৪

‘ওমিক্রন’ আতঙ্কের মাঝেই ভারতে বাড়ল করোনার সংক্রমণ

অনলাইন ডেস্ক

‘ওমিক্রন’ আতঙ্কের মাঝেই ভারতে বাড়ল করোনার সংক্রমণ

প্রতীকী ছবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আতঙ্কের মাঝেই ভারতে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। এছাড়া করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। তবে মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৯৯০ জন। মাত্র ২৪ ঘণ্টায় অনেকটা বাড়ল সংক্রমণ।

এছাড়া একই দিনে করোনায় মারা গেছেন ২৬৭ জন, যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। এতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ২৩ জন।
 
এদিকে, ভারতে দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য ‘ওমিক্রন’ সংক্রমিত দেশ থেকে আসা ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে এই ছয় রোগী শনাক্ত হয়। তবে তারা ‘ওমিক্রন’ আক্রান্ত কিনা, তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর