২১ জানুয়ারি, ২০২২ ১৯:২৭

শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

প্রতীকী ছবি

এক সপ্তাহের ব্যবধানে শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত তিন মাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ জন। আর জানুয়ারি মাসের ২০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ১৩৬ জন। চলতি মাসের এক সপ্তাহে (১২ থেকে ২০ জানুয়ারি) আক্রান্ত হয়েছেন ১২৫ জন।

এর আগের সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১১ জন। এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন। শুধুমাত্র ২০ জানুয়ারিতেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন, যা মোট পরীক্ষার শতকরা (৯৫ জনের মধ্যে ৩৪ জন) ৫৭ দশমিক ৮৯ শতাংশ।

জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শেরপুরে শতকরা ৫৭.৮৯ ভাগ আক্রান্ত হওয়ার তথ্য সকল রেকর্ড ভঙ্গ করেছে। তবে এত সংখ্যক আক্রান্ত হলেও সাম্প্রতিক করোনায় মৃতের সংখ্যা কম। গত তিন মাসে (এ মাসের একজনসহ) মারা গেছেন দুইজন। হাসপাতালে আইসোলেশনের আছেন ১৫ জন।

জানা গেছে, প্রশাসন কমবেশি তৎপর থাকলেও মানুষজন স্বাস্থ্যবিধি মানছেই না। বাড়ি বাড়ি পরিবারের সবাই ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ার খবর থাকলেও মানুষজনের পরীক্ষা করার প্রবণতা অত্যন্ত কম। টিকা নেওয়ার হার বেড়েছে। সর্বত্র স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

জেলায় সদ্য যোগদান করা সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য বলেন, বিশ্ব ও দেশের সব জায়গায় করোনা বেড়েছে। তবে ২০ জানুয়ারির রেকর্ডটি চিন্তার ব্যাপার। দু-একদিনের মধ্যে প্রশাসনের সকল স্তরের সমন্বয়ে দ্রুত করণীয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আক্রান্তরা কী ধরনের ভ্যারিয়েন্ট বহন করছে, তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে দাবি করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর