২২ মে, ২০২২ ০৮:৪০

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ ৯৯ হাজার

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ ৯৯ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯০২ জন।

এদিকে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে একজনের মৃত্যুর খবর দেওয়া হয়। এর আগে টানা ৩০ দিন দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু হয়নি। তবে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৯২৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। 
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর