২৫ মার্চ, ২০২৩ ০৮:১৪

করোনায় মৃত্যু ছাড়াল ৬৮ লাখ ২৬ হাজার

অনলাইন ডেস্ক

করোনায় মৃত্যু ছাড়াল ৬৮ লাখ ২৬ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৭৩৬ জন। এতে করে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৩১ লাখ ৯১ হাজার ৩৮ জন। এ সময় কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৬৯৬ জনের। এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ২৬ হাজার ১৯৫ জনের।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২ লাখ ৩৬ হাজার ৪৯৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০ হাজার ১০৪ জন। এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর