ওয়ালটন বাজারে ছাড়লো দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের বড় পর্দার নতুন ফিচার ফোন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ‘ওলভিও এমএইচ ১৭’ মডেলের ফোনে ব্যবহৃত হয়েছে ২.৮ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের বড় পর্দা। ফলে ছবি কিংবা ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত ও আনন্দময়। এছাড়াও, ১৫০০ মিলি-অ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি থাকায় দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।
ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, আকর্ষণীয় ডিজাইনের ফোনটির দাম মাত্র ১০৯০ টাকা। বেশ কয়েকটি ভিন্ন রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে এটি পাওয়া যাচ্ছে।
ফোনটির বিশেষ ফিচারের মধ্যে আছে ডিজিটাল ক্যামেরা, জিপিআরএস, বিল্ট-ইন ফেসবুক, ব্লু-টুথ, টর্চলাইট, ব্লাকলিস্ট, হোয়াইট লিস্ট, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিংসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা এবং ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ।
এক বছরের রেগুলার ওয়ারেন্টির সঙ্গে বাংলাদেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধা। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা দেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৮/মাহবুব