বাংলাদেশের গতিশীল অর্থনীতির চাকাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য এবং চীনের স্বনামধন্য ও ১নং বাণিজ্যিক যান উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোটন মটর গ্রুপের উৎপাদিত বিভিন্ন যানবাহন নিয়ে এলো এসিআই মটরস্। এ লক্ষ্যে সোমবার তেজগাঁওয়ে অবস্থিত এসিআই-এর প্রধান কার্যালয়ে 'এসিআই মটরস্ লিমিটেড এবং ফোটন মটর গ্রুপের মধ্যে এক্সক্লুসিভ ডিলারশিপ এবং লোকাল অ্যাসেমব্লিং (সি.কে.ডি.) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসিআই মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী ও ফোটন মটর গ্রুপের দক্ষিণ এশীয় অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড লি।
এই চুক্তির মাধ্যমে এসিআই মটরস্এ-র সাথে কমার্শিয়াল ভেহিক্যাল-এর এক বৃহৎ পরিসর যুক্ত হলো। পিক আপ, ডাবল কেবিন পিক আপ, স্কুল ভ্যান, ডাম্প ট্রাক, ট্রানজিট মিক্সার, বাল্ক সিমেন্ট ক্যারিয়ার, ফায়ার সার্ভিস ভেহিক্যাল, ক্লিনিং ভেহিক্যাল, হেভি ক্রেন ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বি.আই.ডি.এ.) এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ফোটন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট চ্যাং রুই, এসিআই মটরস্-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ এসিআই লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস্ লিমিটেড কৃষি যন্ত্রপাতি ছাড়াও বিশ্ব বিখ্যাত হেভি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ও বিশ্ববিখ্যাত ইয়ামাহা মোটরসাইকেলের মত অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডস সরবরাহ করে আসছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম