রূপালী ব্যাংকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন।
জিএম মো. কাইসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি লায়ন হামিদুল আলম সখা, সাধারণ সম্পাদক শওকত হোসেন সজল, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংকের সেক্রেটারী সুজাত আলী জাকারিয়া, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের সভাপতি মিয়া জাকারিয়া টিটু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের রূপালী ব্যাংক ইউনিটের সেক্রেটারি ফরিদ আহমেদ জুয়েল।
বিডি প্রতিদিন/ফারজানা