মোহাম্মদ ফাইজুর রহমান ২০১৮ সালের আগষ্ট মাস থেকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের সিইও হিসাবে যোগদান করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এম বি এ সম্পন্ন করেছেন। তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে এম এস সি এবং এপ্লায়েড ফিজিক্স ও ইলেক্ট্রনিক্সে বি এস সি করেন।
তিনি একজন আইটি বিশেষজ্ঞ হিসাবে কর্মজীবন শুরু করে। পরবর্তীতে তিনি নিজেকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকের নেতৃত্বদানকারী অবস্থানে নিয়ে গেছেন।
ইউনাইটেড হসপিটালে যোগদানের পূর্বে রিটেইল ব্যাংকিং এন্ড ওয়েল্থ্ ম্যানেজমেন্টের প্রধান হিসাবে তিনি এইচএসবিসি বাংলাদেশের এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। তার ধারাবাহিক কর্ম উৎকর্ষতা ও সাফল্যেও জন্য তাকে গত ১৮ বছরের কর্মজীবনে এইচএসবিসি বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত করা হয়েছে। এছাড়াও কাস্টমার ভ্যালুম্যানেজমেন্টে ও স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্টে তার বহুমাত্রিক অভিজ্ঞতা রয়েছে। ইউনাইটেড হসপিটালের নিবেদিত স্বাস্থ্যসেবার এক যুগ পূর্তিতে ফাইজুর রহমান সিইও হিসাবে যাত্রা শুরু করলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার