যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এবং আইআরবি ইভেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে 'গর্বিত বাংলাদেশি' শীর্ষক ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আজকেরডিলডটকম, আইআরবি ইভেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
গত ২৫ জুলাই আজকেরডিল প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইভেন্ট পার্টনার হিসেবে আজকেরডিল ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য 'গর্বিত বাংলাদেশি' কনসার্টের র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় সব পুরষ্কার প্রদান করবে।
অনুষ্ঠানে পারফরমেন্স করবে এ সময়ের তারকা জেমস, মাকসুদ ও ঢাকা, মেহরিন এবং ব্যান্ড আর্টসেল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজকেরডিল-এর পক্ষে প্রতিষ্ঠানটির সিইও এ কে এম ফাহিম মাশরুর এবং আইআরবি ইভেন্ট লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মইন আল হেলাল সুপাল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম