ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কনস্ট্রাকশন কোম্পানী এনডিই স্টীল স্ট্রাকচারস্ লি. এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে এনডিই স্ট্রাকচারস্ লি. এর ঢাকার গুলশানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর কাহেনা-পেরাবো, জামপুর, সোনারগাঁও, নারায়নগঞ্জ-এ স্টীল স্ট্রাকচার এর কনস্ট্রাকশন সংক্রান্ত যাবতীয় কর্মযোগ্য এখন থেকে পরিচালনা করবে এনডিই স্টীল স্ট্রাকচারস্ লিমিটেড।
চুক্তি স্বাক্ষর করেন ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষে চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং এনডিই স্টীল স্ট্রাকচারস্ লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইমরান মোস্তাফিজ। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন