সিঙ্গার বাংলাদেশ লিমিটেড'র ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী পরিচালন মুনাফা বেড়েছে ৪০%।
২০১৮ এর ফলাফলের উপর আলোকপাত করতে গিয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড'র চেয়ারম্যান মিঃ গ্যাভিন জে.ওয়াকার জানান, "বিগত তিন বছরে বিক্রয় বৃদ্ধি পেয়েছে দ্বিগুন এবং উক্ত সময়ে আয় বৃদ্ধি পেয়েছে ২.৫ গুনেরও বেশী। এই ফলাফল সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক অ্যাপ্লায়েন্সেস ব্রান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৯ এবং আগত দিনগুলোতে দ্রুত সম্প্রসারনশীল ও সম্ভাবনাময় ক্ষেত্রকে কাজে লাগাতে আমরা রিটেইল ও হোলসেল ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছি।"
মি. ওয়াকার আরও জানান যে, সিঙ্গার ১৯৮৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং এখন পর্যন্ত গৃহে ব্যবহার্য সামগ্রীর একমাত্র কোম্পানী হিসেবে ষ্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত । সিঙ্গার বাংলাদেশে ব্লু চিপ বহুজাতিক কোম্পানী হিসেবে সমাদৃত। এছাড়া সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নৈতিকতা ও কর্পোরেট সুশাসনের মান সমূহ প্রতিপালনে দৃঢ় প্রতিজ্ঞ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর