নিটল নিলয় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নিটল ইলেকট্রনিক্সের আতাশি ব্র্যান্ডের ৩য় 'চ্যানেল পার্টনার ফ্যামেলি ডে' অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাভারের বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমে এই ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়।
নিটল নিলয় গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুছাব্বির আহমেদ, নিটল ইলেকট্রনিক্স লিমিটেডের সিবিও অরূপ কুমার চাকিসহ নিটল ইলেকট্রনিক্স লিমিটেডের সকল কর্মকর্তাবৃন্দ ও ডিলারগণ তাদের পরিবার নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমডি আব্দুল মুছাব্বির আহমেদ প্রথমেই পরিবারের সদস্যদের নিয়ে নিটল ইলেকট্রনিক্সের অনুষ্ঠানে সামিল হওয়ায় সকল ডিলারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, নিটল নিলয় গ্রুপের ঐতিহ্য অনুযায়ী আমরা ভবিষ্যতেও উন্নত প্রযুক্তির আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করব। আমরা ভবিষ্যতে আরও মানসম্মত ও ভেরিয়েশনের পণ্য বাজারে আনতে কাজ করে যাচ্ছি।
সিবিও সকল ডিলারদের শুভেচ্ছা জানিয়ে দৃঢ়তার সাথে সকলকে আশ্বস্ত করেন, আমরা গুণগতমানের দিক দিয়ে কোনোভাবেই আপোষ করব না। গুণগতমান ঠিক রাখায় এবং ডিলারদের সহযোগিতায় ২০১৮ সালে আমরা ১০৫ ভাগ বিক্রয় প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে ডিলারগণের মধ্য থেকে সতঃস্ফূর্ত পরামর্শ ও গঠনমূলক বক্তব্য নিটল ইলেকট্রনিক্স লিমিটেডের কর্মকর্তাবৃন্দ গুরুত্বের সাথে গ্রহণ করেন। পরে ২০১৮ সালের শীর্ষ ডিলারদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
'চ্যানেল পার্টনার ফ্যামেলি ডে'-এর ২য় অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। যা অনুষ্ঠানটি আরও উপভোগ্য করে তোলে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম