মধ্যম আয়ের জনগোষ্ঠী তৈরি করে ডিজিটাল বাংলাদেশ ২০২১–এর লক্ষ্যমাত্রা অর্জনে আমেরিকান বেইজসড কোম্পানী অগমেডিক্স বাংলাদেশ লিমিডেটে কর্মসংস্থানের লক্ষ্যে দিন ব্যাপী একটি কর্মশালা পরিচালনা করা হয়।
শনিবার ডি ইঞ্জিনিয়ারর্স ক্লাব ও ইয়ংবাংলা-টেকহাব'র আয়োজনে চট্টগ্রামে ইয়ং-বাংলা টেকহাবের উদ্যোগে এ ডি ইঞ্জিনীয়ার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় অডিটোরিয়ামে দিন ব্যাপী একটি কর্মশালা পরিচালিত হয়। এই কর্মশালায় তিনটি সেশনে দুই শতাধিক গ্রেজুয়েট ও প্রফেশনালগন অংশগ্রহন করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা মাল্টিন্যাশনাল কোম্পানি অগমেডিক্স এই বছর সারা বাংলাদেশে থেকে ৫০০ জন স্ক্রাইব নিয়োগ করবে যারা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ পাবে।
টেকহাবের প্রধান পরিচালনা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বর্তমানে ৬৪ টি জেলায় টেকহাব রয়েছে, যা নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল উদ্দ্যেক্তা তৈরিতে সরাসরি ভূমিকা পালন করবে।
ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব এর ফাউন্ডার জনাব সোমেন কানুনগো বলেন, বাংলাদেশের সম্ভাবনা মানেই ঢাকার পরে বন্দর নগরী চট্টগ্রাম। আজকের এই রিক্রুটমেন্ট কর্মশালার মধ্যে দিয়ে চট্টগ্রামের মানুষের জন্য সরাসরি কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কাজ শুরু করতে পেরে ভাল লাগছে। এর জন্য অনিশেষ ধন্যবাদ ইয়ং বাংলা টেকহাব ও অগমেডিস্ককে৷
অগমেডিক্স বাংলাদেশের এইচ আর এসোসিয়েট তাসভির আহমেদ জানান, অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড এই বছর সারা বাংলাদেশে থেকে ৫০০ জন স্ক্রাইব নিয়োগ করবে যারা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ পাবে। আজকে সেশন ও এসেসমেন্ট নেয়ার পরে চট্টগ্রামের গ্রেজুয়েটদের সম্পর্কে আমার ধারনা পালটে গেছে। চট্টগ্রামের তরুনরা ব্র্যান্ড ও মাল্টিন্যাশনাল কোম্পানী সম্পর্কে যথেস্ট ধারনা রাখে, আজকের সেশন থেকে আমরা ১০০ জনেরো বেশি নিয়োগ দিতে পারবো বলে আশা করছি।
উল্লেখ্য যে, চট্রগ্রাম থেকে ৬৭৮+ রেজিস্ট্রেশন হওয়ার পর রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হয় এবং এদের মধ্যে থেকে ২০০ জনকে যারা সুযোগ দেয়া হয়, শুধুমাত্র তাদেরকেই ইমেইল ও এসএমএস এর মাধ্যমে walk in recruitment সেশন এ অংশগ্রহণ এর আমন্ত্রণ জানানো হয়। মূলত তিনটি স্লটে বিভক্ত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সেশন শেষে লিখিত পরীক্ষায় দেয় এবং এদের মধ্য থেকে যারা সিলেক্ট হবে তাদের কে পরবর্তীতে ভাইবার জন্য ঢাকায় ডাকা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর