এক্সিম ব্যাংক লিমিটেড'র গ্রাহক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।
গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বক্তব্য রাখেন ব্যাংকের স্পন্সর মিসেস সাহাদারা মান্নান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফিরোজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বারী এবং শহিদুল ইসলাম, ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুর রহমান হেলাল, ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন।
গ্রাহক সমাবেশে রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপক এবং এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৯ মার্চ ২০১৯/আরাফাত