মাইক্রোসফট ইয়াং-বাংলা টেকহাব এবং প্রিয়শপের যৌথ উদ্যোগে ১০ মার্চ দিনব্যাপী কর্মশালা আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট ইয়াং বাংলা ময়মনসিংহ টেকহাব। একই সাথে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাগণের তৈরিকৃত পণ্যগুলো বিক্রয়ের প্লাটফর্ম হিসেবে ময়মনসিংহ টেকহাবে কার্যক্রম শুরু করেছে শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম।
PriyoShop.com এর সকল পণ্য এবং বিক্রয়োত্তর সেবা মিলবে এই টেকহাবে। গ্রামীণ ই-বাণিজ্যকে প্রসার এবং ডিজিটাল সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে প্রিয়শপ ডটকম এবং মাইক্রোসফট-ইয়াংবাংলা টেকহাব। এতে অংশগ্রহণ করবে ময়মনসিংহ এর জেলার অর্ধশতাধিক আগ্রহী তরুণ-তরুণী উদ্যোক্তা।
প্রিয়শপের মূল উদ্দেশ্য হলো- গ্রামীণ জনগণের ডিজিটাল টাচ পয়েন্ট হিসেবে কাজ করা যা গ্রামীণ জনগণের বিখ্যাত সব ব্র্যান্ড পণ্যের চাহিদা পূরণসহ গুনগত ও মানসম্মত পণ্য পৌঁছে দিবে। টেকহাবের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাগণ তাদের এলাকার তৈরি ঐতিহ্যবাহী পণ্যগুলো বিক্রি করতে পারবে এবং একই সাথে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসে ই-কমার্স প্লাটফর্মের পণ্য ডেলিভারি নিতে পারবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার