রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্ক, হার্ডওয়্যার টুলসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে দুই হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা তাকবির রহমান, মহাব্যবস্থাপক (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ