স্যামসাং মোবাইল ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসাবে বুধবার বিকালে স্যামসাং বাংলাদেশের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা) লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম প্রধান এনজিও বুরো বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান (সিআইপি), স্যামসাং এর মহাব্যাবস্থাপক বোমিন কিম এবং বুরো বাংলাদেশের পরিচালক (অর্থ) মোশারফ হোসেনসহ স্যামসাং, এক্সেল টেলিকম ও বুরো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির মাধ্যমে বুরো বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এখন থেকে এক্সেল টেলিকমের আমদানি করা স্যামসাং মোবাইল ব্যবহার করবেন।
উল্লেখ্য, এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং বুরো বাংলাদেশ দেশের অন্যতম প্রধান এনজিও, যা দেশে শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বর্পূ ভূমিকা পালন করে আসছে।
বিডি প্রতিদিন/কালাম