এ্যাপোলো হাসপাতাল ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ-এ ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা’ বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রধান অতিথি ও সভাপতি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন তাসলিমা আসাদ এবং লালমাটিয়া মহিলা কলেজ-এর সমাজ কল্যাণ বিভাগের হেড ও শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রফেসর মাসুমা ফেরদৌসী।
এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র জেনারেল, ল্যাপারোস্কোপিক জিআই, মেটাবোলিক অ্যান্ড বারিএট্রিক্স সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেটর প্রফেসর ডা. শেখ মোঃ আবু জাফর মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এ্যাপোলো হাসপাতাল ঢাকা’র বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন