বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পরিচালিত জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চুক্তি নবায়ন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আলী নূর (সিপিটিইউ, আইএমই ডিভিশন) এবং প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এসময় প্রিমিয়ার ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশনের মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক