শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকার গুলশানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (অক্টোবর ২৪) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ মোস্তফা খায়ের ও জনাব মোঃ জহুরুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, কর্পোরেট শাখার ব্যবস্থাপক খন্দকার শামীম আহম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ