চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বাইক স্টান্ট রিয়েলিটি শো পালসার স্টান্ট ম্যানিয়া। উত্তেজনায় ভরপুর এই টিভি অনুষ্ঠানকে আরও দুর্দান্ত করতে রাকুটেন ভাইবার এবং পালসার যৌথভাবে আয়োজন করেছে ভোটিং বট প্রতিযোগিতা।
দর্শকরা এখন থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে বাদ দিতে পারবেন। প্রতি সপ্তাহে সঠিক উত্তর প্রদানকারীরা পালসারের পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় পুরস্কার। ভাইবার ব্যবহারকারীদের মধ্যে যারা পালসার স্টান্ট ম্যানিয়া ভোটিং বট আয়োজনের সাথে সম্পৃক্ত হবেন তারা প্রতি সপ্তাহে একটি করে নোটিফিকেশন পাবেন।
উল্লেখ্য, পরবর্তী পর্ব শুরু হওয়ার আগেই পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে হবে। ব্যবহারকারীরা প্রতি পর্বে একটি ভোট দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ