চতুর্থ কটন ডে (তুলা দিবস) বাংলাদেশ উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে এক সেমিনার এবং জমকালো ফ্যাশন শো-এর আয়োজন করেছে কটন ইউএসএ। যুক্তরাষ্ট্রের মানসম্পন্ন তুলা এবং সর্ববৃহৎ তুলাজাত গার্মেন্টস পণ্যের প্রস্তুতকারক এবং রপ্তানীকারক হিসেবে বাংলাদেশের অর্জনকে উদযাপন করতে ২০১৬ সাল থেকে কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) কটন ডে পালন শুরু করে।
সেমিনার, গালা ইভেন্ট এবং ফ্যাশন শো ও ডিনারের আয়োজনে অংশগ্রহণ করে একশো বিশটি স্পিনিং মিল, গার্মেন্ট প্রস্তুতকারক এবং তুলা ব্যবসায়ীসহ এজেন্টবৃন্দ। কটন ডে-এর আয়োজনে অংশ নিতে বাংলাদেশি স্পিনিং এবং গার্মেন্টস শিল্পে যুক্তরাষ্ট্রের তুলার ব্যবহার বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের তুলা সম্পর্কে জানাতে ইউএস কটনের একটি বিশিষ্ট দল বাংলাদেশে এসে পৌঁছায়।
ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর.মিলার ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কটন ইউএসএ লাইসেন্সসি মিলগুলো তুলাজাত পোশাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ওয়েস্টার্ন পোশাকের প্রদর্শন করে। তুলাজাত আধুনিক পোশাকের প্রদর্শন করে কটন ইউএসএ ব্র্যান্ড পার্টনার ইয়েলো।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ