আশা ইউনিভার্সিটিতে 'ব্রেস্ট ক্যান্সার সচেতনতা' বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এ্যাপোলো হসপিটালস, ঢাকা ।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডালিম চন্দ্র বর্মণ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কোহিনুর বেগম, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বারী।
এ্যাপোলো হসপিটাল ঢাকার জেনারেল, ল্যাপারোস্কোপিক, জি আই, মেটাবলিক এন্ড বেরিয়াট্রিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ এস কে বাসু মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।
অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ।
বিডি প্রতিদিন/ফারজানা