রাজধানীর নাভানা নিউবেরী প্লেসে 'ডিএমএফআর আরএক্স সল্যুশন' নামের প্রথম মডেল ফার্মেসী চালু করেছে ডিএমএফআর মলিক্যুলার ল্যাব ও ডায়াগনস্টিকস।
রবিবার মডেল ফার্মেসীর উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান, পরিচালক আসিফ মো. নুর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মডেল ফার্মেসী রোগীদের ওষুধ সংক্রান্ত উন্নত সেবা ও ফার্মেসী কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন