'বন্ধু' শব্দটি যেমন পরিচিত আমাদের কাছে, তেমনি আমাদের পাশে প্রিয় বন্ধুর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নানা আনন্দ বেদনা আর হাসি কান্নার সাক্ষী আমাদের প্রিয় বন্ধুরা। একসাথে ঘুরতে যাওয়া, রেষ্টুরেন্টে খাওয়া সবসময়ই বন্ধু পাশে থাকলে মুহুর্তগুলো সুন্দর হয়, আনন্দময় হয়।
আমাদের জীবনের অনেক প্রথম ঘটনা কিংবা মুহুর্তের সাক্ষী আমাদের প্রিয় বন্ধুরা। আর জীবনের প্রথম কোন বিদেশ ভ্রমণ যদি হয় প্রিয় বন্ধুর সাথে তবে তার চেয়ে মজাদার স্মৃতি জীবনে খুঁজে পাওয়া মুশকিল। আর এই মজাদার স্মৃতি যদি হয় সম্পূর্ণ বিনামূল্যে?
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, টার্মিনাল এভিয়েশন নামে চালু হতে যাওয়া একটি ট্যুরিজম ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সকলের জন্য সুযোগ করে দিচ্ছে প্রিয় বন্ধুকে সাথে নিয়ে প্রথমবারের মতো নেপাল যাওয়ার। নেপালে ৩ দিন ২ রাতের এই প্যাকেজে বিমান টিকেট, হোটেলসহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন ভাগ্যবান একাধিক ব্যক্তি। যারা তাদের সাথে তাদের একজন বন্ধুকে সাথে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
প্রতিযোগীতায় অংশগ্রহনের নিয়মাবলী-
বন্ধুর সাথে তোলা ছবিটি পোষ্ট করে সেই বন্ধুরটির সম্পর্কে কিছু লিখে আপনার পাবলিক পোষ্টে শেয়ার করুন #terminalaviation দিয়ে। সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার পাওয়া একাধিক ব্যক্তি সুযোগ পাবেন প্রথমবারের মতো বন্ধুকে সাথে নিয়ে বিনামূল্যে ঢাকা-নেপাল-ঢাকা যাবার সুবর্ণ সুযোগ। ছবি পোষ্ট করার শেষ সময় আগামী ৩০ মার্চ, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত জানতে- https://bit.ly/32y7aRP ।
ফেসবুক-
https://www.facebook.com/terminalaviation/videos/2923121454397599/
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ