আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কার পেল সারা লাইফস্টাইল লিমিটেড।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পশ্চিম কর্তৃপক্ষ মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়।
এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) মো. মাসুদ সাদিক সেরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। কমিশনারেটের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সারা লাইফস্টাইল লিমিটেডের পক্ষ থেকে এই সন্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন