বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক, নার্স ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হসপিটালে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হসপিটাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধনের মাধ্যমে দিবসটির সূচনা করেন।
এ উপলক্ষে হসপিটালের চিফ নেফ্রোলজি কনসাল্টেন্ট ও ডিরেক্টর, রেনাল সেন্টার প্রফেসর ডা. মোঃ নুরুল ইসলাম বলেন, এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য- সবার জন্য সর্বত্র সুস্থ’ কিডনি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করা।
বিশ্বের সব জনগোষ্ঠীর প্রতি ১০ জনের মধ্যে একজন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কিডনি রোগের এই প্রকট অবস্থার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব কিডনি দিবস উদযাপিত হয়ে থাকে। কিডনি ও এর জটিলতার সৃষ্ট সকল রোগের চিকিৎসায়, ইউনাইটেড হসপিটালের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নেফ্রোলজি কনসাল্টেন্ট ডা. তানভীর বিন লতিফ বলেন, এ দেশে বেশ কিছু ডায়ালাইসিস সেন্টার গড়ে উঠেছে, যেখানে প্রধানত হেমোডায়ালাইসিস দেওয়া হয়ে থাকে। হেমোডায়ালাইসিস শুধু মাত্র একটি মেশিন নয় এর সাথে জড়িত আছে চিকিৎসা ব্যবস্থা এবং কারিগরী দক্ষতা, যা ইউনাইটেড হসপিটালে অত্যন্ত মনোযোগ ও যত্ন সহকারে পরিচালনা করা হয়।
নেফ্রোলজি কনসাল্টেন্ট ডা. তানিয়া মাহবুব জানান, ডায়ালাইসিস চলাকালীন সময়ে মাসে ২-৩ বার নিয়মিত ফলোআপ করা জরুরী। এছাড়া নারী রোগীদের ঝুঁকি বেশী বিধায় তাদের ইউনাইটেড হসপিটালে বিশেষ স্ক্রীনিং এর আওতায় জরুরী রোগ নির্ণয় সুবিধা দেওয়া হয়।
এ সময় ইউনাইটেড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান, চিফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার সহ চিকিৎসক, নার্স ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ফ্রি হেলথ চেক বুথে প্রায় পাঁচশতাধিক রোগী ও তাদের স্বজনেরা স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা গ্রহণ করে। এছাড়াও দুপুরে হসপিটালের চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে কিডনি রোগ রোধে ও চিকিৎসায় উন্নত ব্যবস্থা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন