সম্প্রতি কনকর্ড ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন লি. এবং মিতসুবিসি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও স্যামসাং সি এন্ড টি করপোরেশনের সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা করসোর্টিয়াম (এডিসি) এর সাথে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের টার্মিনাল-৩ (প্যাকেজ- ১, সেন্টার) এর নির্মাণ কাজের জন্য চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এডিসি-এর প্রকল্প পরিচালক এবং কনকর্ড গ্রুপের পরিচলক (নির্মাণ) চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও এডিসি এবং কনকর্ড গ্রুপের র্ঊর্ধ্বতন র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম