বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় এই কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান শাহাজাদা বসুনিয়া রাজধানীর গুলশান এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই