আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর যৌথ উদ্যোগে নির্মাণ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
দক্ষ নির্মাণ শ্রমিক তৈরির লক্ষ্যে ‘টাইলস ফিটিং এবং পরিবেশবান্ধব কনক্রিট ব্লক গাঁথুনি’ শীর্ষক নির্মাণ কর্মীদের বছরব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
চলতি বছরে মোট ২৪টি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালায় ৪০ জন করে নির্মাণ শ্রমিককে প্রশিক্ষণ দেয়া হবে। কর্মশালা শেষে প্রত্যেক নির্মাণ কর্মীকে এইচবিআরআই কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আশরাফুল আলম (মহাপরিচালক- এইচবিআরআই), সাধন কুমার দে (সিওও এবং সিএফও-আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড), এস এম আরাফাতুর রহমান (হেড অব মার্কেটিং-আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড) এবং নাফিজুর রহমান (প্রিন্সিপাল রিসার্চ অফিসার-এইচবিআরআই)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        