১ জুলাই, ২০২২ ১৭:৫৫

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা রানা মাসুদ

প্রেস বিজ্ঞপ্তি

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন তরুণ উদ্যোক্তা রানা মাসুদ

রানা মাসুদ

‘ইনোভেট ইনঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট’র প্রতিষ্ঠাতা এবং সিই ও ইঞ্জিনিয়ার রানা মাসুদ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। গত ২৪ জুন ব্যাংককের রয়্যাল থাই আর্মি ক্লাবে ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ এবং ‘জাতিসংঘ শান্তি কমিশন’র আয়োজনে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ‘কানেক্টিং দি লিডার; লিডিং দি ওয়ার্ল্ড’ শ্লোগানে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট এন্ড অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের উদ্বোধনী দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার এইচ ই ড. কালায়া সফনপানিচ, বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড নেশন পিস কিপারস ফেডারেল কাউন্সিলের (ইউএনপিকেএফসি) প্রেসিডেন্ট এইচ ই ড. আফিনিতা চৈচনা, থাই রাজপরিবারের সদস্য এইচ ই ওয়ানচাই নাওয়ারাত, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সভাপতি দিওয়াকার আরয়াল প্রমুখ। অনুষ্ঠানটিতে বিশ্বের প্রায় ৩৩টি দেশ অংশগ্রহণ করেছে। বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাইয়ের পর সারা বিশ্ব থেকে মাত্র কয়েকজন ইয়ং লিডারকে তাদের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর