২৫ মে, ২০২৩ ১৬:১৬

‘কটলার অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর

অনলাইন ডেস্ক

‘কটলার অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর

কটলার ইম্প্যাক্ট ও নর্দান এ্যাডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে বহুল প্রত্যাশিত অনুষ্ঠান ‘মডার্ন মার্কেটিং কনক্লেভ-২০২৩’ আয়োজন করা হয়। প্রফেসর ফিলিপ কটলারের নামে বিশ্বের বিজনেস লিডারদের সম্মানিত করতে এবং তাদের অবদানকে আরও স্মরণীয় করতে কটলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এফএমসিজি বিভাগের সিইও সৈয়দ আলমগীরকে ‘Iconic Achiever of the Year 2023’ হিসেবে ‘কটলার অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়। 

জাতীয় ও আন্তর্জাতিক বিপণনে সৈয়দ আলমগীরের অসামান্য অবদান ও সাফল্য রয়েছে। তাঁর উদ্ভাবিত ১০০ ভাগ হালাল এর ভাবনা দেশের এমনকি বিশ্বের মার্কেটিং গোষ্ঠীকে তাক লাগিয়ে দেয়। মার্কেটিং অধ্যাপক ফিলিপ কটলার তার টেক্সট বুক পিন্সিপালস অব মার্কেটিং বইটিতে সৈয়দ আলমগীরের হালাল সাবানের কৌশলকে কেইস স্টাডি হিসেবে অন্তর্ভুক্ত করেন। তিনি উপমহাদেশের একমাত্র ব্যক্তি যার বিপণন সাফল্য ঐ বইতে রয়েছে। সৈয়দ আলমগীর বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি ‘মার্কেটিং সুপারস্টার’ হিসেবে সম্মানিত হয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর