রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

পুলিশের হাতে আটক সেনা সদস্যকে উদ্ধার করল র‌্যাব

নরসিংদী রায়পুরা থানা পুলিশের হাতে আটক সেনা সদস্য অলিউর রহমানকে শুক্রবার দুপুরে উদ্ধার করেছে র‌্যাব। পূর্ব বিরোধের জেরে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিনের দায়ের করা মিথ্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানায় অলিউরের পরিবার। জানা গেছে, সেনা সদস্য অলিউর সম্প্রতি ছুটি নিয়ে রায়পুরার শ্রীরামপুরের বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানা নিয়ে অলিউরের সঙ্গে আওয়ামী লীগ নেতা শাহিনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় শাহিন তার লোকজন নিয়ে অলিউরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাহিন অলিউরের পরিবারের লোকজনকে ঘরের ভেতরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে অলিউর, এহসানুর, মিজানুর ও লুৎফরকে আটক করে। এ ঘটনায় শাহিন রায়পুরা থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে র‌্যাব থানা হেফাজত থেকে অলিউরকে উদ্ধার করে। এ ব্যাপারে থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, অলিউর রহমান তার পরিচয় গোপান রেখেছে। পুলিশের অভিযোগ অস্বীকার করে অলিউরের পরিবার জানান, অলিউর তার আইডি কার্ড দেখিয়ে কর্মস্থলে ফিরে যাবার কথা জানালেও পুলিশ তাতে গুরুত্ব দেয়নি। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শাহিন জানান, আমাদের পারিবারিক কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নিতে চাইলে অলিউরের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তবে হামলার ব্যাপারে তিনি কিছু বলেননি।

 

 

সর্বশেষ খবর