Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
আপলোড : ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০

পুলিশের অবহেলায় বৃদ্ধের মৃত্যু

পুলিশের অবহেলায় বৃদ্ধের মৃত্যু

পুলিশের অবহেলায় ফেনীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাবের সামনের সড়ক ট্রাংক রোডে প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যান। খবর পেয়ে প্রেসক্লাব সভাপতি বখতেয়ার মুন্না মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে ফোন করে লোকটিকে হাসপাতালে পাঠানোর জন্য অনুরোধ করেন। ওসি থানার উপ-পরিদর্শক আবদুল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠান। কিন্তু পুলিশের টিমটি লোকটিকে হাসপাতালে না নিয়ে ওই স্থানে ৫-৬ মিনিট অপেক্ষা করে চলে যায়। বাধ্য হয়ে সাংবাদিক ও স্থানীয় দোকানিরা বিকাল ৫টার দিকে রিকশা করে হাসপাতালে নেওয়ার পথে ট্রাংক রোডেই তার মৃত্যু হয়। লোকটির পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে ওসি আবুল কালাম আজাদ জানান, কি কারণে লোকটিকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর