পাবনায় সাবেক ছাত্রলীগল নেতা এবং বগুড়ায় কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীতে ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন এক গৃহবধূ। এছাড়া নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ।
পাবনা : ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাবলুকে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজার পাশে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত লাবলু পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে। লাবলু হত্যার প্রতিবাদে গতকাল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ভাঙচুর করা হয় বেশকিছু যানবাহন। বগুড়া : সদর উপজেলার কাওলা দোগারিয়া এলাকায় গতকাল সকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন কলেজ শিক্ষক আজিজার রহমান। তিনি হাজরাদিঘী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও কাহালু উপজেলার দুর্গাপুর কৈয়াগাড়ীর নজাবর রহমানের ছেলে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। নোয়াখালী : সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গৃহবধূ বিবি হাজেরা। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে। নিহত গৃহবধূ হাজেরা পশ্চিম মাইজচরা গ্রামের প্রবাসী আহম্মদ পাটোয়ারীর স্ত্রী। নেত্রকোনা : সদর উপজেলার মেদনী ইউনিয়নের শালজান বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। এ ব্যাপারে ইউডি মামলার প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার চক আলমপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল কবির আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কবির ওই উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। কলাপাড়া : কুয়াকাটা সংলগ্ন কাউয়ারচর সমুদ্র সৈকতের বালুচর থেকে এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।