বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

নড়াইলে দু\\\'পক্ষের সংঘর্ষে আহত ২০

নড়াইলে দু\\\'পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া-কালিগঞ্জ বাজারে আজ বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬১ রাউন্ড শটগানের গুলি ও ৩১ টিয়ারসেল নিক্ষেপ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার সাবেক চেয়ারম্যান লাহুড়িয়া গ্রামের বাসিন্দা সিকদার আব্দুল হান্নান রুনুর লোকজনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দাউদ হোসেনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লোহাগড়া ও নড়াইল থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬১ রাউন্ড শটগানের গুলি ও ৩১টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ আটক হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর