Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা
আপলোড : ১ মার্চ, ২০১৫ ০০:০০

শেরপুরে ভাইয়ের হাতে ভাই, নোয়াখালীতে যুবক খুন

শেরপুরে ভাইয়ের হাতে ভাই, নোয়াখালীতে যুবক খুন

শেরপুরে ভাইয়ের হাতে ভাই এবং নোয়াখালীতে প্রতিপক্ষে হামলায় এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিন জেলায় উদ্ধার করা হয়েছে আরও তিনটি লাশ। শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। সদর উপজেলার হাওড়া সাপমারী গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে। বাড়ির সীমানা নিয়ে ওই গ্রামের জব্বার খাঁর দুই ছেলে শহিদুল ও সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ইট দিয়ে আঘাত করে সুজনকে মাটিতে ফেলে দিয়ে দা দিয়ে কোপাতে থাকেন। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান সুজন। এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল প্রতিপক্ষের হামলায় মহিন উদ্দিন নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহিন উপজেলার ছয়ানী গ্রামের আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া পাবনার ফরিদপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর, মৌলভীবাজারের কমলগঞ্জে নৈশপ্রহরী সুফিয়ান মিয়ার এবং মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ সদরে শ্রমিক মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর