বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার আলী আক্কাস বুলুকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার চিংড়াখালী তহসিল অফিসের সামনে গতকাল এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিকালে পাঠানো হয় ঢাকায়। অন্যদিকে সকালে উত্তর চিংড়াখালী গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাফ সরদারকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোরেলগঞ্জ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন জানান, সকালে বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে ৫/৬ সন্ত্রাসী আলী আক্কাস বুলুর উপর হামলা চালায়। প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দুই পায়ে গুলি করে চলে যায়। ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিংড়াখালীর চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে মেনে নিতে পারেনি দলের একটি পক্ষ। নির্বাচনের পর তারা জীবননাশের হুমকি দেওয়ায় আলী আক্কাস কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এলাকায় ফেরেন। চেয়ারম্যানের বড় ভাই আলমগীর হোসেন বলেন, ‘আমার ভাই এলাকায় খুব জনপ্রিয়। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। তারা হত্যার উদ্দেশ্যে ভাইকে পরিকল্পিতভাবে হামলা করেছে।’ মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, স্থানীয় বিরোধের জেরে চেয়ারম্যান এবং বিএনপি নেতার উপর হামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ