শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

পাউবোর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তোড়ে ভেগে গেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের আধা কিলোমিটার। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে এরইমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার তিন ইউনিয়নের ১০ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন ১৫ হাজার মানুষ। এ ছাড়া ভাঙনের হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট। শিমুলবাড়ী গ্রামের নজরুল ইসলাম জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় আমরা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছি। পশ্চিম ধনিরাম গ্রামের ইউনুছ আলী জানান, গ্রামবাসীর উদ্যোগে বাঁধ রক্ষায় বাঁশের খুঁটি দিয়ে পাইলিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু শেষরক্ষা করতে পারলাম না।

সর্বশেষ খবর