ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে অনিয়ম করার পাশাপাশি রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে এ মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান এ চেয়ারম্যানকে বরখাস্ত করার জন্যও মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ চেয়ারম্যানের বরখাস্ত-সংক্রান্ত চিঠি পাঠান। এতে বলা হয়, পঞ্চম ধাপে ২৮ মে কুতুবপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত কামাল হোসেন (বর্তমান চেয়ারম্যান) নৌকা প্রতীকে নির্বাচন করেন। তিনি রিটার্নিং অফিসারকে হুমকি প্রদান ও তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এ বিষয়টি উল্লেখ করে কামাল হোসেনকে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে ইসি। ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে কুতুবপুর ইউপির চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। মামলা করার জন্য উপজেলা সমবায় অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আলাদা চিঠি পাঠায় ইসি। এতে বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে উত্ত্যক্ত করা, প্রাণনাশের হুমকি, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের (বর্তমান চেয়ারম্যান) বিরুদ্ধে মামলা করে ইসিকে অবহিত করতে হবে। কুতুবপুর ইউপির নয়টির মধ্যে চারটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি পাঁচটি কেন্দ্রে ২ হাজার ৩১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস প্রতীক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ শহীদ উল্লাহ পেয়েছেন ২ হাজার ২১০ ভোট, তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের কামাল হোসেন পেয়েছেন ৭১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান পেয়েছেন ২১৭ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম সাহাব উল্যা (রজনীগন্ধা প্রতীক) পেয়েছেন ১০০ ভোট।
শিরোনাম
- নাটোরে শিশু শ্রমিকের মরদেহ উদ্ধার
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
- ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩০, রেড অ্যালার্ট জারি
- সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়: এ্যানি
- যুক্তরাজ্যে ভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
- আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি
- এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!
- যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার
- স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই