ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে অনিয়ম করার পাশাপাশি রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে এ মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান এ চেয়ারম্যানকে বরখাস্ত করার জন্যও মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ চেয়ারম্যানের বরখাস্ত-সংক্রান্ত চিঠি পাঠান। এতে বলা হয়, পঞ্চম ধাপে ২৮ মে কুতুবপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত কামাল হোসেন (বর্তমান চেয়ারম্যান) নৌকা প্রতীকে নির্বাচন করেন। তিনি রিটার্নিং অফিসারকে হুমকি প্রদান ও তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এ বিষয়টি উল্লেখ করে কামাল হোসেনকে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে ইসি। ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে কুতুবপুর ইউপির চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। মামলা করার জন্য উপজেলা সমবায় অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আলাদা চিঠি পাঠায় ইসি। এতে বলা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে উত্ত্যক্ত করা, প্রাণনাশের হুমকি, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের (বর্তমান চেয়ারম্যান) বিরুদ্ধে মামলা করে ইসিকে অবহিত করতে হবে। কুতুবপুর ইউপির নয়টির মধ্যে চারটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি পাঁচটি কেন্দ্রে ২ হাজার ৩১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস প্রতীক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ শহীদ উল্লাহ পেয়েছেন ২ হাজার ২১০ ভোট, তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের কামাল হোসেন পেয়েছেন ৭১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান পেয়েছেন ২১৭ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম সাহাব উল্যা (রজনীগন্ধা প্রতীক) পেয়েছেন ১০০ ভোট।
শিরোনাম
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
রিটার্নিং অফিসারকে হুমকি
ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর