শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংঘর্ষে সম্মেলন পণ্ড

নোয়াখালী বিএনপি

নোয়াখালী প্রতিনিধি

দুই গ্রুপের সংঘর্ষের মুখে গতকাল নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে গুরুতর অন্তত পাঁচজনকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার বক্তব্যের পর কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহানের বক্তব্যের সময় সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণ। এ অবস্থায় মওদুদসহ অতিথিরা সভামঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদ আহমদ শিল্পকলা একাডেমির সামনে সংবাদ সম্মেলনে কাউন্সিল অধিবেশন স্থগিত করার কথা জানান। তিনি গোলযোগের কথা স্বীকার করে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাই সম্মেলনে এ ধরনের ঘটনা স্বাভাবিক। এদিকে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর